সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সাফ জানিয়ে দিয়েছেন, পাঞ্জাবে আসন সমঝোতা হবে না। দিল্লিতে কংগ্রেসকে একটি আসন ছাড়া যেতে পারে এবং গুজরাতেও তারা প্রার্থী দেবে। আর আপের এ হেন একের পর এক ঘোষণায় বেকায়দায় পড়েছে হাত শিবির। পরিস্থিতির মোড় ঘোরাতে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ফোন করেছিলেন রাহুল গান্ধী। আর এবার দিল্লির মুখ্যমন্ত্রী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে এক টেবিলে বসে জানালেন, পাঞ্জাবে কংগ্রেস ও আম আদমি পার্টি যৌথ ভাবেই আসন সমঝোতা না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে দিল্লিতে আসন সমঝোতা নিয়ে এখনও আলোচনা চলছে। কেজরির বক্তব্য, দিল্লিতে কংগ্রেস-আম আদমি পার্টির আসন সমঝোতা না হলে বিজেপির সুবিধে হয়ে যাবে।
কংগ্রেস সূত্রের খবর, এখনও পর্যন্ত যে কথাবার্তা হয়েছে তাতে দিল্লির সাতটি লোকসভা কেন্দ্রের মধ্যে চারটিতে আপ লড়বে। তিনটিতে লড়বে কংগ্রেস। চণ্ডীগড় লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থীকে আপ সমর্থন করবে। সম্প্রতি চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে কংগ্রেস আপকে সমর্থন করেছিল। উল্লেখ্য, দিল্লিতে কংগ্রেসের আইনজীবী নেতা অভিষেক মনু সিঙ্ঘভির বাসভবনে মধ্যাহ্নভোজনের নিমন্ত্রণে খাড়গে, কেজরি দুজনেই হাজির ছিলেন। কেজরির সঙ্গে দিল্লির মন্ত্রী অতিশীও গিয়েছিলেন। কংগ্রেসের জাতীয় জোট কমিটির আহ্বায়ক মুকুল ওয়াসনিকও হাজির ছিলেন। সেখানেই আপ প্রধান বলেন, পাঞ্জাবে তাঁরা একমত হয়েই জোট না করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ পাঞ্জাবে আপ শাসক দল, কংগ্রেস প্রধান বিরোধী দল। তবে দিল্লি নিয়ে আলোচনা চলছে।