কথায় আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। আর এর প্রকৃষ্ট উদাহরণ হল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি চুটিয়ে শিল্প-সাহিত্য চর্চাও করে থাকেন তিনি। ছবি আঁকাই হোক বা ছড়া-কবিতা লেখা, গান বাঁধাই হোক কিংবা বাদ্যযন্ত্র বাজানো— সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। আর সব ঠিক থাকলে এবার ‘দিদি নাম্বার ওয়ানে’ এর সেটে দেখা যাবে ‘দিদি’কে! হ্যাঁ, আগামী ২১ ফেব্রুয়ারি রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ১-এর সেটে থাকবেন মুখ্যমন্ত্রী।
কয়েকদিন আগেই কার্তিক বন্দ্যোপাধ্যায় তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সঙ্গে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন রচনা। মনে করা হচ্ছে, সেদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি নাম্বার ওয়ানে-এ আসার জন্য প্রস্তাব দিয়েছিলেন রচনা। আর সেই প্রস্তাবে রাজিও হয়েছেন বাংলার ‘দিদি’। উল্লেখ্য, এই প্রথম কোনও রিয়েলিটি শো-তে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী। তাই আঁটোসাঁটো নিরাপত্তা বেষ্টনীই থাকবে এটা স্বাভাবিক। নবান্ন সূত্রে খবর, সেই কারণে নিরাপত্তা সংক্রান্ত মিটিং ডাকা হয়েছে।