রবিবার রাজকোটে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে কার্যত উড়িয়ে দিয়েছে ভারত। ৪৩৪ রানের রেকর্ড-ব্যবধানে ম্যাচ পকেটে পুরে নিয়েছে টিম ইন্ডিয়া। সিরিজে রোহিতরা এগিয়ে গিয়েছেন ২-১ ব্যবধানে। এর সুবাদে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও এক ধাপ উঠে পড়েছে ভারত। রাজকোট টেস্টের আগে তৃতীয় স্থানে ছিল ভারত। জিতে তারা উঠে এসেছে দুইয়ে। সাতটি টেস্ট খেলে এই নিয়ে চারটি টেস্ট জিতল তারা। ২টি টেস্টে হেরেছে। একটি টেস্ট ড্র হয়েছে। পাশাপাশি মন্থর ওভার রেটের কারণে কাটা গিয়েছে দু’টি পয়েন্ট।
ফলত ভারতের পয়েন্ট এখন ৫০। তবে পয়েন্ট শতাংশ ৫৯.৫২। তাই অস্ট্রেলিয়াকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। আইসিসি-র বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা নির্ধারিত হয় পয়েন্ট শতাংশের বিচারে। সেই হিসাবেই দ্বিতীয় স্থানে ভারত। ৭৫ শতাংশ পয়েন্ট নিয়ে একে রয়েছে নিউ জিল্যান্ড। তবে তারা মাত্র চারটি টেস্ট খেলেছে। এর পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে। তবে রাঁচি টেস্টে ভারত জিতলে নিউ জিল্যান্ডকে টপকে শীর্ষে পৌঁছে যেতে পারে তারা।