জিমন্যাস্টিকের আঙিনায় দেশের নাম উজ্জ্বল করলেন আরও এক বঙ্গতনয়া। মিশরের কায়রোতে অনুষ্ঠিত জিমন্যাস্টিক্স বিশ্বকাপের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন ভারতের মহিলা জিমন্যাস্ট প্রণতি নায়েক। পঞ্চম।স্থান দীপা কর্মকারের। ইভেন্টের ফাইনালে প্রণতির স্কোর করেন ১৩.৬১৬। দীপার স্কোর ১৩.৩৮৩। পদক পাওয়ায় প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পাওয়ার ক্ষেত্রে একধাপ এগোলেন প্রণতি। এমন সাফল্যের জন্য প্রণতিকে এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “বাংলার মেয়ে প্রণতি নায়েককে অনেক অভিনন্দন। কায়রোতে অনুষ্ঠিত জিমন্যাস্টিক্স বিশ্বকাপের ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য শুভেচ্ছা। বিশ্ব মঞ্চে তোমার আরও উন্নতি দেখতে চাই”, লিখেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, ভারতীয়দের মধ্যে এর আগে বিশ্বকাপে পদক জয়ের নজির ছিল অরুণা বুদ্দা রেড্ডি (২০১৮) এবং দীপা কর্মকারের (২০১৮)। এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রণতির চেয়ে অনেক এগিয়ে ছিলেন দীপা। ১৩.৪৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিলেন। অন্যদিকে, যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে ছিলেন প্রণতি। তাঁর পয়েন্ট ছিল ১৩.১৬৬। ফাইনালেই নিজের সেরাটা বার করে আনলেন প্রণতি। বিশ্বকাপ থেকে ছেলে ও মেয়েদের সেরা দুই জিমন্যাস্ট প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন। প্রণতিকে অবশ্য অপেক্ষা করতে হবে। বিশ্বকাপের আরও তিনটি পর্ব রয়েছে। ২২-২৫শে ফেব্রুয়ারি জার্মানি, ৭-১০ই মার্চ আজারবাইজান এবং ১৭-২০শে এপ্রিল দোহায় অনুষ্ঠিত হবে সেই পর্ব।
