লোকসভা ভোটের আগে রাজ্যে ফের নিশানায় শাসক দলের এক নেতা! নদিয়ার তেহট্টে জমিতে সেচের কাজ করাকালীন গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা গোপাল ভাঙ্গারী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনার পরই স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করেন। প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছে, গোপালের শারীরিক অবস্থা স্থিতিশীল। একটি গুলি তাঁর হাত ফুঁড়ে বেরিয়ে গিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও গোপালবাবু নিজের কৃষিজমিতে সেচের জল দিচ্ছিলেন। অভিযোগ, তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। স্থানীয়রা পর পর তিন রাউন্ড গুলির আওয়াজ পান। গুলিবিদ্ধ গোপাল মাটিতে লুটিয়ে পড়েন।