সামনেই লোকসভা নির্বাচন। আর তার আগে জনসংযোগের লক্ষ্যে দেশ জুড়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা করছে কংগ্রেস। শুক্রবার বিকালে বিহার থেকে রাহুল গান্ধীর সেই জনসংযোগ যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশ করবে। আর বারাণসীর অদূরে পূর্ব উত্তর প্রদেশের চান্দ্রলি থেকে সেই যাত্রায় যোগ দেবেন প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশে ২২ তারিখ পর্যন্ত চলবে রাহুলের যাত্রা। মোট ৩৫টি জেলায় যাবেন তিনি। প্রত্যেক দিনই দাদার পাশে থাকবেন প্রিয়াঙ্কা। কংগ্রেস সূত্রে খবর, রাহুল, প্রিয়াঙ্কা শনিবার বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পর সেখানে জনসভা করবেন। দ্বিতীয় বড় জনসভা করবেন লখনউতে।
তবে উত্তর প্রদেশে কংগ্রেসের অন্যতম লক্ষ্য অমেঠি ও রায়বেরলির মন বোঝা। দুই জায়গাতেই রাহুলের যাত্রায় বিপুল লোক সমাগমের চেষ্টা হচ্ছে। রাহুল, প্রিয়াঙ্কারা প্রায় দু বছর পর ওই দুই লোকসভা কেন্দ্রে যাচ্ছেন। অমেঠিতে কংগ্রেস দেখাতে চাইছে, আগের লোকসভা ভোটে রাহুল সেখানে হেরে গেলেও কংগ্রেস নেতার জনপ্রিয়তা কমেনি। অন্যদিকে, রায়বরেলি নিতে জোর জল্পনা শুরু হয়েছে, মা সোনিয়া গান্ধীর ছেড়ে দেওয়া আসনে এবার মেয়ে প্রিয়াঙ্কা লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন। বৃহস্পতিবার সোনিয়া রায়বেরলিবাসীর উদ্দেশে লেখা খোলা চিঠিতে শারীরিক কারণে তাঁর আর লোকসভা নির্বাচনে প্রার্থী না হওয়ার কথা জানিয়েছেন। কংগ্রেস সূত্রের খবর, ২০ তারিখ রায়বরেলিতে রাহুল-প্রিয়াঙ্কাদের সঙ্গে সোনিয়াও যোগ দিতে পারেন। তবে সবটাই তাঁর শারীরিক ও অবস্থার উপর নির্ভর করছে।
