এবার রাজ্যের মৎস্যজীবীদের স্বার্থে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নিল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। প্রসঙ্গত, সমুদ্রসাথী প্রকল্পের বিষয়ে মৎস্যজীবীদের অবহিত করতে পূর্ব মেদিনীপুরের ৪২টি খটিতে সারা বাংলা তৃণমূল মৎস্যজীবী ইউনিয়ানের ব্যানার এবং আইএনটিটিইউসি-র ঝান্ডা নিয়ে আয়োজিত হতে চলেছে শিবির। বৃহস্পতিবার কাঁথি সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির জেলা সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, চলতি মাসের ১৯, ২০ ও ২১ তারিখ হবে শিবির। এই শিবিরের উদ্দেশ্যই হল, মৎস্যজীবীদের এই প্রকল্পের বিষয়ে জানাতে সাহায্য করা। এছাড়াও এখনও যাঁদের নাম নথিভুক্ত হয়নি তাঁদের ব্যবস্থা করা হবে।
পাশাপাশি, ২২, ২৩ এবং ২৪শে ফেব্রুয়ারি তিনটি বড় কর্মসূচি রয়েছে। ২২শে ফেব্রুয়ারি খেজুরির যত খটি আছে, সেই খটিগুলি নিয়ে নোনাপাতাতে হবে সভা। ২৩ তারিখ হবে জুনপুটে। সেখানে কন্টাই-১ ও কন্টাই-২-এর খটিগুলি নিয়ে হবে সভা। ২৪ তারিখ মন্দারমণির দাদনপাত্রবারে রামনগর-১ ও রামনগর-২-এর খটি নিয়ে হবে বিস্তারিত আলোচনা। প্রত্যেকটি সভায় ওই এলাকার খটি শ্রমিকরা উপস্থিত থাকবেন। সমুদ্রতীরবর্তী অঞ্চলে এই সভাগুলি হবে। এই সভাগুলির পরই মৎস্যজীবীদের নিয়ে পরবর্তী আরও কর্মসূচি ঘোষণা হবে বলেও জানিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, রাজ্যের উপকূলবর্তী তিন জেলার মৎস্যজীবীদের জন্য সমুদ্রসাথী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক মৎস্যজীবী যেন এই প্রকল্পের সুবিধা পান তা নিশ্চিত করার জন্যই আইএনটিটিইউসি এহেন পদক্ষেপ নিয়েছে।
