মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমের সফরসূচিতে বদল। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে সফরসূচিতে বদল বলেই মনে করা হচ্ছে। শনিবার সন্ধ্যেবেলায় বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। রবিবার সিউড়িতে সরকারি প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঐদিনই কলকাতায় ফিরে আসবেন তিনি। উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণেই রবিবারেই সরকারি প্রশাসনিক সভা করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর বলেই নবান্ন সূত্রে খবর।
শনিবার সন্ধ্যায় বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরে নামবেন তিনি৷ তারপর সড়ক পথে বোলপুর যাবেন৷ ওই দিন রাতে বোলপুরে থাকবেন৷ রবিবার সকালে বোলপুর থেকে হেলিকপ্টারে যাবেন সিউড়ি৷ তার পর সিউড়িতে অনুষ্ঠান শেষে ওই দিনই কপ্টারে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী৷ এর আগে রবিবার রাতে এই রুটে যাওয়ার কথা ছিল মমতার৷ সোমবার প্রশাসনিক সভা করার কথা ছিল৷ কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য সেটি বাতিল করা হল৷
অনুব্রতহীন বীরভূমে এই প্রথম বড় নির্বাচন৷ তাই মুখ্যমন্ত্রীর বীরভূম সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷