সোমবার চোপড়ায় ৪ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিএসএফকেই কাঠগড়ায় তুলেছিল তৃণমূল। এই ঘটনা নিয়ে রাজ্যপালের কাছে অভিযোগ জানানোর জন্য ১২ জনের প্রতিনিধি দলও তৈরি করেছে রাজ্যের শাসক দল। এর মধ্যেই বিএসএফ কোম্পানি কমান্ডার এবং নিকাশি নালা সংস্কারের দায়িত্বে থাকা সংস্থার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। ইতিমধ্যে ঘাতক জেসিবি চালককে আটক করেছে চোপড়ার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশ জেসিবিটিও বাজেয়াপ্ত করেছে। এদিকে বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও তৃণমূল নেতা-কর্মীরা।
প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। তা সম্প্রসারণের জন্য সোমবার দুপুরে জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছিল। বিএসএফের অধীনে ‘নো ম্যানস ল্যান্ডে’ কেন্দ্রের সিপিডব্লিউডি রাস্তার পাশে মাটি তুলছিল। নতুন করে নালা তৈরির কাজ চলছিল। এলাকার সেই কাজ দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই সময় ৬ থেকে ১৪ বছরের বাচ্চারা খেলছিল সেখানে। খেলতে খেলতেই নালায় পড়ে গিয়ে মৃত্যু হয় ৪ জনের। এর পরই এই মৃত্যুর জন্য বিএসএফের অসাবধানতাকে দায়ী করে তোপ দাগতে শুরু করে তৃণমূল।