ভোটে জিতলেই ন্যাশনাল এমএসপি গ্যারান্টি ল প্রয়োগ করা হবে। বড় প্রতিশ্রুতি দিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জোট জিতলে বিভিন্ন ফসলের ন্যূনতম সহায়ক মূল্য কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। ২০০ টিরও বেশি কৃষক ইউনিয়নের সদস্যরা তাদের দাবিতে দিল্লি চলো আন্দোলন শুরু করার পরেই এই ঘোষণা। বিক্ষোভকারীরা ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টি দিয়ে একটি আইন প্রণয়ন সহ বেশ কয়েকটি পরিবর্তনের আহ্বান জানিয়েছে।
কৃষক ভাইয়েরা, আজ এক ঐতিহাসিক দিন। স্বামীনাথন কমিশন অনুসারে কংগ্রেস ফসলের উপর প্রত্যেক কৃষককে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপ ১৫ কোটি কৃষক পরিবারের সমৃদ্ধি নিশ্চিত করে তাদের জীবন বদলে দেবে। ন্যায়বিচারের পথে এটাই কংগ্রেসের প্রথম গ্যারান্টি, টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এদিকে, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে ‘স্বৈরাচারী মোদী সরকারের’ তীব্র সমালোচনা করে বলেছেন, কৃষকদের কণ্ঠরোধ করতে উঠেপড়ে লেগেছে! তাঁর আশ্বাস, কংগ্রেস দল কৃষক আন্দোলনকে পূর্ণ সমর্থন জানাবে।