ভাষা দিবসের দিন পাঞ্জাব যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে এমনটাই খবর। স্বর্ণমন্দির দর্শনে যাচ্ছেন মমতা। এছাড়া সেখানকার শাসক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। লোকসভা ভোটের আগে মমতার এই পাঞ্জাব সফর রাজনৈতিক বিশ্লেষকদের কৌতূহল বাড়িয়েছে। ভোটের আগে জোটের জট কি তবে কাটতে চলেছে? শুরু হয়েছে জল্পনা।
মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করেছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না। তাঁর প্রস্তাব হাত শিবিরের পছন্দ হয়নি, তাঁরা তা প্রত্যাখ্যান করেছে। যদিও কংগ্রেস এখনও দাবি করে চলেছে, জোট আলোচনা চলছে। কিন্তু চিন্তার ভাঁজ তাঁদের কপালেও বাড়ছে কারণ একে একে শরিকদলগুলি একা লড়ার সিদ্ধান্ত নিচ্ছে। যেমন পাঞ্জাবে আম আদমি পার্টি।
অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, লোকসভা ভোটে তাঁরা একাই লড়বেন। পাশাপাশি এও জানান হয়েছে, কংগ্রেসের সঙ্গে ভোট আলোচনার কোনও অগ্রগতি হয়নি। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাব সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
কৃষক আন্দোলন নিয়ে আবার চাপ বাড়ছে কেন্দ্রীয় সরকারের। মঙ্গলবারই এই বিষয়ে মুখ খুলে কেন্দ্রকে নিশানায় নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, এইভাবে দেশ এগোতে পারে না। বিকশিত ভারতের নামে অত্যাচার চলছে। উল্লেখযোগ্য বিষয় হল, কংগ্রেসের সঙ্গে জোট এবং কৃষক আন্দোলন ইস্যুতে আম আদমি এবং তৃণমূলের অবস্থান একই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পাঞ্জাব সফরে গিয়ে এই দুই বিষয় নিয়েই আলোচনা করতে পারেন তৃণমূল নেত্রী। এবং আগামী দিনে কী পদক্ষেপ নেওয়া হবে বিরোধীদের তরফে তারও কোনও রূপরেখা নির্ধারিত হবে।