ভারতীয় নৌসেনার প্রাক্তন আট আধিকারিক, যাঁদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল, তাঁরা মুক্তি পেয়েছেন সম্প্রতি। এর পরই এক অদ্ভুত দাবি করলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত শাহরুখ খানকে সঙ্গে নিয়ে কাতারে যাওয়া। তাঁর দাবি, নৌসেনা অফিসারদের মুক্তির ক্ষেত্রে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শাহরুখের।
গত বছর ওই অফিসারদের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছিল কাতার আদালত। এরপর হস্তক্ষেপ করে নয়া দিল্লি। সোমবার সম্পূর্ণ মুক্তি দেওয়া হয় ওই আটজন প্রাক্তন নৌসেনা আধিকারিককে। বিবৃতি দিয়ে বিদেশ মন্ত্রক স্বাগত জানিয়েছে কাতারের এই সিদ্ধান্তকে। সাত জন ইতিমধ্যেই দেশেও ফিরে এসেছেন, একজনের ফেরা বাকি। দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন তাঁরা।
মঙ্গলবার প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে জানিয়েছেন, আগামী দুদিনের জন্য সংযুক্ত আরব আমিরশাহী ও কাতার সফরে যাচ্ছেন তিনি। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে এই সফর বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে সপ্তমবার আরব আমিরশাহী যাচ্ছেন তিনি। মোদীর সেই ঘোষণার পরই এক্স মাধ্যমে বলিউড অভিনেতা শাহরুখ খানের কথা উল্লেখ করেন সুব্রহ্মণ্যম স্বামী।
বিজেপি নেতা লিখেছেন, ‘মোদীর উচিত শাহরুখ খানকে কাতারে নিয়ে যাওয়া। বিদেশ মন্ত্রক আর জাতীয় নিরাপত্তা সংস্থা যখন পারল না, তখন কাতারের শেখদের বোঝাতে খানের দ্বারস্থ হয়েছিলেন মোদী। সেই কারণেই কাতার আমাদের অফিসারদের মুক্তি দিতে রাজি হয়েছে।’