২০২০ সালের দেশ জোড়া কৃষক আন্দোলনের কথা এখনও ভোলেনি দেশবাসী। যার সামনে রীতিমতো মাথা নত করতে হয়েছিল মোদী সরকারকে। লোকসভা নির্বাচনের মুখে সেই স্মৃতি উসকে ফের আন্দোলনে নেমেছেন দেশের অন্নদাতারা। প্রশ্ন উঠতে শুরু করেছে এই কৃষক আন্দোলনের প্রভাব কি আদৌ আসন্ন লোকসভা নির্বাচনে পড়বে?
প্রসঙ্গত, প্রায় ২ বছর পর কৃষকরা আবার তাদের দাবি নিয়ে দিল্লির পথে। তাদের ঠেকাতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। ২০২০-২১ সালে কৃষকরা প্রায় এক বছর ধরে ‘ধর্মঘট’ করেছিল। তিনটি কৃষি আইন বাতিল হওয়ার পরই কৃষকরা তাদের আন্দোলন প্রত্যাহার করেন। এবার লোকসভা নির্বাচনের ঠিক আগে কৃষকরা ফের আন্দোলনে নেমেছেন।
সরকার এই আন্দোলন ঠেকানোর চেষ্টা করছে। কৃষক নেতা ও কেন্দ্রের মধ্যে আলোচনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনো সমাধানসূত্র মেলেনি। এমন পরিস্থিতিতে, কৃষকদের ‘দিল্লি চলো’ পদযাত্রাকে আটকাতে দিল্লির সীমান্তে কংক্রিটের দেওয়াল, ব্যারিকেড স্থাপনের পাশাপাশি ড্রোনের মাধ্যমেও চলছে কঠোর নজরদারি। আর এর থেকেই স্পষ্ট যে নতুন করে কি সব আন্দোলন মাথাচাড়া দিতেই আতঙ্কিত মোদী সরকার।