চোপড়ায় নিহত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্য দিল তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তিন লক্ষ টাকা করে সাহায্য তুলে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, অভিষেকের নির্দেশ পেয়েই মন্ত্রী গোলাম রব্বানি একটি প্রতিনিধিদল নিয়ে নিহত শিশুদের বাড়িতে যান। তখনই মৃত শিশুদের পরিবারের হাতে ওই অর্থ তুলে দেওয়া হয়েছে বলে খবর।
তৃণমূল সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বকে ওই পরিবারগুলির পাশে থাকার নির্দেশ দিয়েছেন অভিষেক। এই সময় তাদের যে কোনও ধরনের সাহায্য দিতে বলা হয়েছে সাধারণ সম্পাদকের দফতর থেকে। সন্দেশখালি নিয়ে যখন বিজেপি, সিপিএম ও কংগ্রেস একযোগে সরব হয়ে শাসকদল ও তাদের প্রশাসনকে নানা প্রশ্নের মুখে ফেলতে চাইছে, পাল্টা তৃণমূল নেতৃত্বও চোপড়ার বিষয়টিকে তুলে ধরে পাল্টা কেন্দ্রীয় শাসকদল বিজেপিকে কাঠগড়ায় তুলতে চাইছে। তৃণমূল সূত্রে খবর, রাজপালের কাছে চোপড়ায় যাওয়ার আবেদন জানাবেন তৃণমূলের প্রতিনিধিরা। রাজ্যের শাসকদলের প্রশ্ন, অশান্তির অভিযোগে রাজ্যপাল যদি সন্দেশখালি যেতে পারেন, তা হলে বিএসএফের গাফিলতিতে চারটি শিশুর মৃত্যুর ঘটনায় সিভি আনন্দ বোস কেন চোপড়া পরিদর্শনে যাবেন না? রাজভবন সূত্রের খবর, বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দলকে সময় দেওয়া হয়েছে।
বিএসএফ অবশ্য এই ঘটনার দায় তাদের নয় বলে মঙ্গলবার রাতেই একটি প্রেস বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, আদৌ বিএসএফ কোনও খননকার্য চালায়নি। বিবৃতিতে লেখা হয়েছে, সোমবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ চেতনগাছ আউট পোস্টে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পান। ৩০০ মিটার দূরের এলাকা থেকে ওই আওয়াজ আসছে জানার পরে কোম্পানি কমান্ডারকে খবর দেন জওয়ানরা।