নিজের ঢাক পেটাতে বরাবরই সিদ্ধহস্ত তিনি। প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার পর থেকে প্রায় নিত্যদিনই তাঁর এই আত্মপ্রচারের গুণের কথা হাড়ে হাড়ে টের পেয়েছে দেশবাসী। ১০ বছরে প্রধানমন্ত্রী হিসেবে নিজের মুখকে দেশের মুখ হিসেবে তুলে ধরতেও তিনি যথেষ্টই সফল হয়েছেন। এবার যেমন রোজগার মেলায় সরকারি চাকরি প্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে ভিডিও বার্তায় মোদী বললেন, ২০১৪ সালের পর রেলের সার্বিক বদল ঘটেছে। তাঁর দাবি, ২০১৪ সালের আগে কোনও সরকার রেলের দিকে বিশেষ নজর দেয়নি।
প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে মোদী বারবার দাবি করেছেন যে, গরিবের আবাসন প্রকল্প, পানীয় জল যোজনা, বিদ্যুৎ সংযোগ, তফসিলি উপজাতি উন্নয়ন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সরকারি চাকরির সংখ্যাবৃদ্ধি— এই প্রতিটি সেক্টরই আদতে ২০১৪ সালের পর থেকেই উন্নত হয়েছে। তার আগে কোনও সরকার এসব নিয়ে ভাবনাচিন্তা করেনি। এবার এই তালিকায় ঢুকে পড়ল রেলও। মোদীর মতে, ২০১৪ সালের আগে রেলকে আন্তর্জাতিক মানের করার দিকে নজর দেওয়া হয়নি। সোমবার তাঁর ভিডিও বার্তায় তিনি বন্দে ভারতের মতো আরও ৪০ হাজার কামরা নির্মাণকে ভারতীয় রেলের আধুনিকীকরণ আখ্যা দিয়েছেন। যদিও ১৯৬৯ সালে রাজধানী এক্সপ্রেস চালু হয়ে গিয়েছিল একথা উচ্চারণ করেননি।