সোমবার চোপড়ায় ৪ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বিএসএফকেই কাঠগড়ায় তুলেছিল তৃণমূল। এবার তাদের ওপর আরও চাপ বাড়ালো রাজ্যের শাসক দল। এই ঘটনায় ১২ জনের প্রতিনিধি দল তৈরি করল তারা। শিশুমৃত্যুর বিষয়টি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে চান প্রতিনিধি দলের সদস্যরা। ইতিমধ্যেই জরুরি ভিত্তিতে তাঁর সঙ্গে দেখা করার আবেদন জানানো হয়েছে। শুধু তাই নয়। আজ চোপড়ার দাসপাড়া ব্লকে বিএসএফ ক্যাম্পের সামনে মৌন প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূলের।
প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের চোপড়া থানার চেতনাগছ গ্রামে ভারত-বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল। তা সম্প্রসারণের জন্য সোমবার দুপুরে জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছিল। বিএসএফের অধীনে ‘নো ম্যানস ল্যান্ডে’ কেন্দ্রের সিপিডব্লিউডি রাস্তার পাশে মাটি তুলছিল। নতুন করে নালা তৈরির কাজ চলছিল। এলাকার সেই কাজ দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই সময় ৬ থেকে ১৪ বছরের বাচ্চারা খেলছিল সেখানে। খেলতে খেলতেই নালায় পড়ে গিয়ে মৃত্যু হয় ৪ জনের।
এর পরই এই মৃত্যুর জন্য বিএসএফের অসাবধানতাকে দায়ী করে তোপ দাগতে শুরু করে তৃণমূল। সোশাল মিডিয়ায় সরব হন শাসকদলের নেতারা। আর মঙ্গলবার এ নিয়ে পদক্ষেপ করতে ১২ সদস্যের প্রতিনিধি দল গড়ল তারা। তাতে রয়েছেন, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, উদয়ন গুহ, ব্রাত্য বসু, শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, গৌতম দেব, দোলা সেন, প্রতিমা মণ্ডল, জগদীশ বর্মা বসুনিয়া, কুণাল ঘোষ। জানা গিয়েছে, তাঁরা রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে জরুরি ভিত্তিতে সাক্ষাৎ করতে চান। যদিও রাজ্যপাল এই মুহূর্তে কলকাতায় নেই। গতকালই দিল্লিতে উড়ে গিয়েছেন তিনি।