তামিলনাড়ুর রাজ্যপাল এন রবির সঙ্গে গত চার বছর যাবত রাজ্যের ডিএমকে সরকারের বিরোধ চলছে। সোমবার তা নয়া মাত্রা পেল রাজ্যপালের ভাষণ নিয়ে। রাজভবনের দাবি রাজ্যপাল ভাষণ পাঠ করেননি। অন্যদিকে, বিধানসভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপাল পুরো ভাষণ পড়েছেন।
সোমবার রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে পাঠ করার জন্য তৈরি রাজ্যপালের ভাষণে কেন্দ্রের বঞ্চনার খতিয়ান তুলে ধরে তামিলনাড়ুর ডিএমকে সরকার। আর সেই কারণেই ওই ভাষণ পাঠ না করে অধিবেশন কক্ষে ঢুকেই বেরিয়ে যান রাজ্যপাল এন রবি। রাজ্যের ডিএমকে সরকার পাল্টা চাল দেয়। রাজ্যপাল সভা ত্যাগ করা মাত্র রাজ্য সরকার এক প্রস্তাব পাশ করে। তাতে বলা হয়েছে, রাজ্যপাল এই বাজেট ভাষণ বিধানসভায় পাঠ করেছেন। শুধু তাই নয়। রাজ্যপাল বিনা বাধায় বিধানসভা ছেড়ে গেলে ঘটে আরও নাটকীয় ঘটনা। বিধানসভার স্পিকার রাজ্যপালের ভাষণের বাকি অংশ পাঠ করেন।
জানা গিয়েছে, তামিলনাড়ুতে নতুন করে এই রাজ্য-রাজভবন সংঘাতের মূলে আছে রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণে কেন্দ্রের মোদী সরকারের তীব্র সমালোচনা। বলা হয়, রাজ্যকে প্রাপ্য রাজস্ব দিচ্ছে না মোদী সরকার। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে দক্ষিণ ভারতের একের পর এক রাজ্য মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগছে। আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিতে ধর্নায় বসেন কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। দিল্লিতে ধর্নায় বসতে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও। সোমবার একই ইস্যুতে সরব হয়েছে তামিলনাড়ু সরকার।