রাম একজন কাল্পনিক চরিত্র, রামায়ণ-মহাভারত কবির লেখা মহাকাব্য। স্কুলে পড়ানোর সময় এমন মন্তব্য করেছিলেন। এই ‘অপরাধে’ বরখাস্ত হলেন কর্নাটকের একজন শিক্ষিকা। স্থানীয় বিজেপি সাংসদ এবং একটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর লাগাতার বিক্ষোভের জেরে চাকরি খোয়াতে হল শিক্ষিকাকে। হিন্দুত্ববাদীদের আরও অভিযোগ, স্কুলে ছাত্র পড়ানোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামেও আপত্তিকর মন্তব্য করেছেন অভিযুক্ত। সব মিলিয়ে কংগ্রেস শাসিত কর্নাটকে ফের ধর্মীয় বিতর্ক।
বিজেপির আমলে কর্নাটক উত্তাল হয়েছিল হিজাব বিতর্কে। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট অবধি। এর পর বিধানসভা ভোটে ক্ষমতা হারায় গেরুয়া দল। রাজ্যে কংগ্রেস ফিরলেও ধর্মীয় অশান্তি তথা বিতর্ক থেকে রেহাই মিলছে না। যদিও এবারের ঘটনার নেপথ্যে ম্যাঙ্গালুরু সিটি দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক ডি বেদব্যাস কামাথ। সেন্ট গেরোসা ইংলিশ এইচআর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার বিরুদ্ধে সরব হওয়া হিন্দুত্ববাদী গোষ্ঠীর পিছনে তিনিই রয়েছেন।
হিন্দুত্ববাদীদের দাবি, রামায়ণ-মহাভারতকে কাল্পনিক বলার পাশাপাশি মোদির নামে কুৎসা করেছেন শিক্ষিকা। মোদিকে নিন্দা করতে ২০০২ সালের গোধরা দাঙ্গা, বিলকিস বানো মামলার প্রসঙ্গ টানেন। “শিশুদের মনে ঘৃণার অনুভূতি জাগিয়েছেন” তিনিই। শনিবার থেকে এই নিয়ে প্রতিবাদ শুরু হলেও সোমবার বিক্ষোভে শামিল হন বিজেপি বিধায়ক। শিক্ষিকাকে বরখাস্তের দাবি তোলেন বেদব্যাস।