একে তো বয়স ৭৭ বছর। তার ওপর আবার এই মুহূর্তে শারীরিকভাবে যথেষ্ট সুস্থ নন তিনি। আর তাই আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবেন না সোনিয়া গান্ধী। বদলে দল তাঁকে রাজ্যসভায় পাঠাচ্ছে। এমনটাই শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে। সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়তে চলেছে। হিমাচল প্রদেশের কংগ্রেস নেতৃত্ব তাঁদের রাজ্য থেকে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে রাজ্যসভার সদস্য করতে চায়। তবে সোনিয়ার ব্যক্তিগত ইচ্ছা রাজস্থান বলে জানা যাচ্ছে। রাজ্যসভায় মনোনয়ন পেশের শেষ দিন আগামী বৃহস্পতিবার। সূত্রের খবর, সোনিয়া বুধবার রাজস্থানের আসনের জন্য মনোনয়ন পেশ করতে পারেন।
সোনিয়ার লোকসভায় প্রার্থী না হওয়ার সিদ্ধান্তের একমাত্র কারণ তাঁর শারীরিক অসুস্থতা, দাবি করেছে কংগ্রেস। যদিও দলের তরফে সরকারিভাবে তাঁর লোকসভায় প্রার্থী না হওয়া বা রাজ্যসভায় যাওয়ার বিষয়ে কিছুই জানানো হয়নি। কংগ্রেসের একটি সূত্রের খবর, রাজ্যসভার সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় প্রিয়াঙ্কা গান্ধীর নামও আছে। তবে প্রিয়াঙ্কাকে রায়বরেলিতে লোকসভা ভোটেও প্রার্থী করা হতে পারে। আসলে মা ও দাদা’র হয়ে কাজ করার সুবাদে আমেঠি ও রায়বরেলিকে হাতের তালুর মতো চেনেন সোনিয়া কন্যা। তাই রায়বেরলির কংগ্রেস নেতৃত্ব এবার প্রিয়াঙ্কাকে সেখানে চাইছেন।