বেজে গিয়েছে ভোটের দামামা। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে নাটকের মাধ্যমে নিজের প্রচার করতে উঠেপড়ে লেগেছে মোদী সরকার। সম্প্রতি কেন্দ্রের অনুদানপ্রাপ্ত নাট্যদলগুলিকে একটি ছোট নাটক পাঠানো হয়েছে। যে নাকটটি মূলত কেন্দ্রের গুণকীর্তন। নিজের এক্স হ্যান্ডেলে নাটকটি তুলে দিয়ে এমনটাই দাবি জানিয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুধু তাই নয় তিনি লিখেছেন, নাটকটি না করলে কেন্দ্রের অনুদান বন্ধ হয়ে যাবে! হিন্দিতে লেখা নাটকটির নাম ‘লে আও বাপস সোনে কি চিড়িয়া’ অর্থাৎ সোনার পাখি ফিরিয়ে আনো।
তিনপাতার সেই নাটকটির কপি তিনি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন। ব্রাত্যর দাবি, “এই নাটকে অভিনয় সর্বত্র করতে হবে। অভিনয়টি না করলে কেন্দ্রের পাঠানো মোটা অনুদান ও অর্থ বরাদ্দ করা বন্ধ হয়ে যাবে।” তবে নাট্যকার, অভিনেতা, তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মনে করেন, বাংলার থিয়েটার দলগুলো যেহেতু মূলত বামপন্থী, সেকুলার, তাঁরা সবাই এই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করবেন। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারেকে কটাক্ষ করেন। “ঠ্যালার নাম বাবাজি, কাকে বলে দ্যাখ এবার”, বলেন তিনি।