ক্রীড়াক্ষেত্রে ফের সারা দেশে উজ্জ্বল হল বাংলার নাম। এবার অনূর্ধ্ব ১৩ জাতীয় টেবিল টেনিসে চ্যাম্পিয়ন হলেন বঙ্গতনয়া অহনা রায়। সিঙ্গলসের পাশাপাশি ডাবলসেও চ্যাম্পিয়ন হয়েছেন নৈহাটির অহনা। ডাবলসে তিনি জুটি বেঁধেছিলেন অঙ্কলিকা চক্রবর্তী। শুধু অহনাই নয়, জাতীয় টেবিল টেনিসের আরও কয়েকটি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলার খেলোয়াড়রা।
উল্লেখ্য, ছেলেদের অনূর্ধ্ব ১৫ বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে সোহম মুখোপাধ্যায়। অনূর্ধ্ব ১৩ বিভাগে জাতীয় সেরা বাংলার আদিত্য দাস। ছেলেদের অনূর্ধ্ব ১৫ ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে সোহম এবং রূপম সর্দারের জুটি। অনূর্ধ্ব ১৩ বিভাগের ডাবলসে চ্যাম্পিয়ন বাংলার আদিত্য এবং হিমন কুমার মন্ডলের জুটি। মেয়েদের অনূর্ধ্ব ১১ সিঙ্গলস বিভাগে বাংলার দেবাংশী চক্রবর্তী রানার-আপ হয়েছেন।