দিল্লির একটিও লোকসভা আসনে লড়ার যোগ্যতা নেই কংগ্রেসের। কিন্তু জোটের ধর্ম মেনে তাদের একটা আসন দেওয়া যেতে পারে। ইন্ডিয়া জোটের অন্দরে আসন রফা নিয়ে আপ-কংগ্রেস চূড়ান্ত অশান্তির মধ্যেই চাঞ্চল্যকর মন্তব্য করলেন আপ সাংসদ সন্দীপ পাঠক।
লোকসভা নির্বাচনে পাঞ্জাবে ইতিমধ্যেই একলা চলোর পথে হেঁটেছে আপ। জল্পনা শুরু হয়, দিল্লিতেও কংগ্রেসকে কোনও আসন ছাড়তে রাজি নয় অরবিন্দ কেজরিওয়ালের দল। যদিও ইন্ডিয়া জোটের আলোচনা শুরু হওয়ার সময়ে শোনা গিয়েছিল, ৪:৩ ফর্মুলায় দিল্লির আসন রফা হতে পারে আপ ও কংগ্রেসের মধ্যে। তিনটি আসন কংগ্রেসকে ছেড়ে দেবে আপ, এমনটাই শোনা গিয়েছিল।
ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান কংগ্রেসকে আসন না ছাড়ার সিদ্ধান্ত নেয় একাধিক দল। আপের তরফেও সাফ জানিয়ে দেওয়া হয়, পাঞ্জাবে কংগ্রেসকে কোনও আসন ছাড়বে না। প্রশ্ন ওঠে, দিল্লিতেও কি একই অবস্থান থাকবে তাদের? এহেন পরিস্থিতিতে আপ সাংসদ সন্দীপ পাঠক জানান, ‘যোগ্যতার ভিত্তিতে তো দিল্লির একটাও লোকসভা আসন পাওয়ার কথা নয় কংগ্রেসের। কিন্তু জোটধর্ম মাথায় রেখে আমরা তাদের একটা আসন দেওয়ার প্রস্তাব রেখেছি। বাকি ছয় আসনে লড়বে আপ’।