কার্যত দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আর আগে ফের বড়সড় অস্বস্তিতে পড়ল মোদী সরকার তথা দেশের শাসকদল বিজেপি। এবার খোদ প্রধানমন্ত্রীর রাজ্যে চোখের চিকিৎসা করাতে গিয়ে দৃষ্টিহীন হয়ে পড়লেন রোগীরা! এমনই মারাত্মক অভিযোগ উঠেছে ‘ডবল ইঞ্জিন’ গুজরাতে। মাত্র এক মাসের মধ্যে দ্বিতীয়বার এই ঘটনা ঘটল বিজেপিশাসিত এই রাজ্যটিতে। সর্বশেষ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গুজরাতের পাটান জেলার হাসপাতালে। অভিযোগকারীরা বলছেন, ক্যাটারাক্ট সার্জারি করার পর কেউ একদমই চোখে দেখতে পাচ্ছেন না। কেউ আবার হারিয়েছেন আংশিক দৃষ্টিশক্তি।
উল্লেখ্য, প্রায় সাতজন পুরোপুরি দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে অভিযোগ। অর্থাৎ চোখ বাঁচাতে গিয়ে চোখ হারাতে হয়েছে রোগীদের। সংক্রমণজনিত কারণেই এরকম সমস্যা হয়েছে বলে সাফাই দিয়েছে হাসপাতাল। এর আগে জানুয়ারি মাসেও গুজরাতের আহমেদাবাদের মণ্ডল গ্রামে ছানি অপারেশন করতে গিয়ে ১৭ জন বয়স্ক ব্যক্তি দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগ। শোরগোল শুরু হতে তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাতের স্বাস্থ্যমন্ত্রী হৃষিকেশ প্যাটেল। সে রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসকরাও নমুনা সংগ্রহ করেছেন বলে খবর। কিন্তু সাধারণ মানুষ বলছেন, স্বাস্থ্য পরিষেবার নামে ছেলেখেলা করছে বিজেপি সরকার। গুজরাতের এই ঘটনায় স্বাভাবিকভাবেই মাথাব্যথা বেড়েছে সে-রাজ্যের পদ্ম-নেতৃত্বের।