জায়গায় জায়গায় তৃণমূল কংগ্রেসের তুমুল বিক্ষোভের মধ্যেই সোমবার সকালে সন্দেশখালির উদ্দেশে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দবোস। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘যে যেখানে খুশি যেতেই পারেন। আমিও রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম। তারা রিপোর্ট দিয়েছে। আর যাদের বিরুদ্ধে ক্ষোভ তাদের গ্রেফতার করা হয়েছে’।
সোমবার সকালে আরামবাগের পথে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রাজ্যপালের সন্দেশখালি সফর সম্পর্কে মন্তব্য করলেও শাহজাহান প্রসঙ্গে কিছু বলতে চাননি তিনি।
এদিন আরামবাগের কালীপুরে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে মুখ্যমন্ত্রীর। এই মঞ্চ থেকেই তিনি হুগলির সাতটি পুরসভা ও ৬টি গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য একটি জল প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ১৭৬০ কোটি টাকা। একই সঙ্গে সিঙ্গুরে একটি শহিদ স্মারকেরও উদ্বোধন করবেন তিনি। দুর্গাপুর হাইওয়ের ধারে বেড়াবেড়িতে তৈরি হয়েছে এই শহিদ স্মারকটি। পরিষেবা প্রদান ও উদ্বোধনের পরে এই মঞ্চে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। দুপুর সয়া ১ টা নাগাদ আরামবাগে পৌঁছন মুখ্যমন্ত্রী।