২০০৯-১০ সালের ক্যাগ রিপোর্টে, রাজ্যের পরিবহণ দপ্তরে বাম আমলে হওয়া বিপুল পরিমাণ দুর্নীতির হদিশ মিলেছে। আর তাই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবার এ নিয়ে পদক্ষেপ করার জন্য সুপারিশ করেছে।
প্রসঙ্গত, ২০০৯-১০ সালের ক্যাগ রিপোর্ট বলছে, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অসংখ্য অনিয়ম হয়। গাড়ির কর বাবদ রাজ্যের প্রাপ্য বিপুল অঙ্কের টাকা আদায় করা হয়নি। ক্যাগের তথ্য বলছে, ২ লক্ষ ৯০ হাজার গাড়ি থেকে ৬৪৫ কোটি ১৭ লক্ষ টাকা কর আদায় করাই হয়নি। এর মধ্যে প্রায় চল্লিশ হাজার গাড়ি অন্তত ৩০ বছরের পুরনো। রিপোর্ট অনুযায়ী, ১৫ বছরের কম বয়সী গাড়ি থেকে কর বাবদ ৪০৫ কোটি টাকা আদায় হয়নি। এই বিপুল পরিমাণ অর্থ অনাদায়ী থাকায় প্রশ্ন তুলেছে পিএসি।