শোনা গিয়েছিল, লোকসভা ভোটের আগেই তাদের পুরনো শরিক আকালি দল ফের একবার এনডিএ জোটে ফিরছে। কিন্তু শেষমেশ জানা গেল, বিজেপির সঙ্গে তাদের আলোচনা সফল হয়নি। প্রসঙ্গত, কৃষক আন্দোলনের সময় মোদী সরকারের বিরোধিতা করে এনডিএ ছেড়েছিল আকালি দল।
জানা গিয়েছে, পাঞ্জাবের বিজেপি নেতৃত্ব আকালি দলের সঙ্গে জোটের পক্ষে না থাকায় এই জোট আলোচনা ভেস্তে যায়, বলে দাবি সূত্রের। এদিকে, এক বেসরকারি সংবাদমাধ্যমের গ্লোবাল বিজনেস সামিটে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ কার্যত কৌশলী বার্তা দেন এই আকালি দলের এনডিএতে প্রবেশের বিষয়ে। তিনি বলেন, ‘আমাদের আদর্শ জনসংঘের সময় থেকে একই। আর সেটাই থাকবে ভবিষ্যতে। কোনও পার্টির যদি মনে হয়, তাহলে তারা আসতে পারেন যোগ দিতে।’