তিনি অনগ্রসর গোষ্ঠীর নেতা। সংরক্ষণ নিয়ে বিতর্কে সম্প্রতি জড়িয়েছেন। সেই তাঁকেই ৫০ লক্ষ টাকার ‘সুপারি’ নিয়ে পাঁচ জন খুন করতে চায়! কথা হচ্ছে মহারাষ্ট্রের মন্ত্রী ছগন ভুজবল। হ্যাঁ, শুক্রবার এই মর্মে এক হুমকি চিঠি এসেছে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীর এই নেতার। আর তার পর থেকেই মারাঠা রাজনীতিতে শুরু হয়েছে বিতর্ক।
মহারাষ্ট্রের বিজেপি-শিবসেনা (শিন্ডে)-এনসিপি (অজিত) জোট সরকারের কাছে ভুজবলের জন্য বাড়তি নিরাপত্তা চেয়ে আবেদন জানানো হয়েছে দলের নাসিক জেলা শাখার তরফে। নাসিকের দফতরেই ওই হুমকি চিঠি এসেছে বলে জানিয়েছেন মন্ত্রী। লক্ষ লক্ষ টাকা ‘সুপারি’র বিষয়টিও ওই চিঠিতেই রয়েছে বলে দাবি করেছেন তিনি। অনগ্রসর (ওবিসি) জনগোষ্ঠীর নেতা ভুজবল সম্প্রতি প্রকাশ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে মরাঠা জনগোষ্ঠীর সংরক্ষণের দাবির বিরোধিতা করেছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, খুনের হুমকির সঙ্গে ওই ঘটনার সম্পর্ক থাকতে পারে।