এবার দেশে বাড়ল নতুন ভোটারের সংখ্যা। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে মহিলা ভোটারও। শুক্রবার ভারতের নির্বাচন কমিশন এমনটাই জানিয়েছে। তাদের দেওয়া তথ্য অনুযা, আসন্ন সাধারণ নির্বাচনে মোট ৯৬.৮৮ কোটি ভোটার ভোট দেবেন। তারা আরও বলেছে যে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য ভোটার তালিকায় ১৮-২৯ বছর বয়সী দুই কোটিরও বেশি তরুণ নির্বাচকদের নাম যোগ করা হয়েছে।
নির্বাচন কমিশন ১ জানুয়ারী, ২০২৪-কে যোগ্যতার তারিখ হিসাবে উল্লেখ করে সারা দেশে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রতিবেদনের যে পর্যবেক্ষণগুলি করা হয়েছে সেগুলি হল প্রথমত নির্বাচনী এলাকাগুলির ডিলিমিটেশনের পরে জম্মু ও কাশ্মীর এবং অসমে ভোটার তালিকা সংশোধনের সমাপ্তি হয়েছে। চূড়ান্ত প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী, সারা দেশে মোট ৯৬.৮৮ কোটি ভোটারের নাম নিবন্ধিত করা হয়েছে।
কমিশন জানিয়েছে করেছে যে নারী ভোটারের নাম নথিভুক্ত করার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এটি লিঙ্গ সমতার দিকে দেশের প্রয়াসের দিকে ইঙ্গিত করে। মহিলা ভোটার তালিকাভুক্তি পুরুষ ভোটারদের ছাড়িয়ে গিয়েছে। ১.৪১ কোটির বেশি নতুন নথিভুক্ত মহিলা ভোটার রয়েছেন। ২.৬৩ কোটিরও বেশি নতুন ভোটারকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যার মধ্যে প্রায় ১.৪১ কোটি মহিলা ভোটার যারা নতুন নথিভুক্ত পুরুষ ভোটারদের (প্রায় ১.২২ কোটি) ১৫ শতাংশ বেশি।