বেফাঁস মন্তব্য করা বা হুমকি দেওয়াই হোক কিংবা কুকথার ফোয়ারা ছোটানো— সবেতেই গেরুয়া শিবিরের নেতা-নেত্রীদের জুড়ি মেলা ভার। এবার সেই ক্ষেত্রেই নয়া নজির গড়লেন শুভেন্দু অধিকারী। সেটাও আবার রাজ্য বিধানসভায় অধিবেশন চলাকালীন সময়ে। রাজ্যের শাসক দল তৃণমূলের এক বিধায়ককে ‘বাপ’ তুলে আক্রমণ করলেন বিরোধী দলনেরা। আর তা নিয়ে শনিবার রাজ্য বিধানসভায় প্রায় হাতাহাতি লেগে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিস্থিতি কাটানো যায় রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস উদ্যোগী হওয়ায়।
জানা গিয়েছে, এদিন বিধানসভায় রাজ্য বাজেট নিয়ে আলোচনায় যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দুকে ‘চোর’ বলে সম্বোধন করেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। এরপর শুভেন্দুও তাঁকে পাল্টা বলেন, ‘তোর বাপ’। এর পরেই নিজের জায়গা থেকে শুভেন্দুর দিকে তেড়ে আসে রামেন্দু। কার্যত তার জেরে হাতাহাতির উপক্রম হতে চলেছে দেখে নিজের আসন ছেড়ে এগিয়ে আসেন রাজ্যের এক মন্ত্রী। তিনি কোনও রকমে দলের বিধায়ককে থামান। শেষমেষ শুভেন্দুর ‘কুরুচিকর মন্তব্যের’ বিরুদ্ধে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে অভিযোগ জানান রামেন্দু। তারই মধ্যে শুভেন্দু বলতে থাকে – ‘যেমন বলবি তেমন শুনবি।’ অধ্যক্ষ তখন শুভেন্দুর এই আচরণের নিন্দা করে বলেন, ‘এসব কী বলছেন। এসব কী ভাষা হচ্ছে বিধানসভায়!’