অধ্যক্ষ অনুরোধ করেছিলেন। আর সেই অনুরোধ রেখেই বাজেট বিতর্কের শেষে অধিবেশন কক্ষে কিশোর কুমারের গান গাইলেন বাবুল সুপ্রিয়। আর সেই গানে গানেই তিনি খোঁচা দিলেন বিজেপির দিকে। বাবুলের কণ্ঠে শোনা গেল, ‘কুছ তো লোগ কহেঙ্গে লোগো কা কাম হ্যায় কহেনা।’
অন্যদিকে, বাজেট বক্তৃতায় বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী বাবুলকে বলেছিলেন, ‘আপনার গান শুনতে আমি ভালবাসি। আপনি গান ভাল বোঝেন। গান নিয়ে কথা বলুন।’ অর্থনীতিবিদ বিধায়ককে উদ্দেশ্য করে বাবুলও বলেন, ‘আপনি অর্থনীতি বোঝেন আপনি অর্থনীতির কথা বলুন আপনি কেন আমাকে আক্রমণ করছেন?’