২০১৯ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানিয়েছিল, অযোধ্যায় মসজিদের জন্য পৃথক জমি দিতে হবে। সেই নির্দেশ মেনে অযোধ্যার উপকণ্ঠে ধন্যিপুরে তৈরি হওয়ার কথা মসজিদ। অবশেষে তার জন্য মক্কা থেকে এল প্রথম ইট। ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য শোধনের পর ওই ইট আনা হল মক্কা ও মদিনা থেকে। ইটগুলি তৈরি হয়েছিল মুম্বইয়ের এক ভাটিতে।
তার পর সেখান থেকে সেগুলিকে পাঠানো হয় মক্কায়। কালো মাটি দিয়ে তৈরি ইটগুলিতে মসজিদের নাম ও কোরানের আয়াত খোদাই করা হয়েছে। আগামী ১২ মার্চ রমজান শুরু হলে অযোধ্যার ধন্যিপুরে নিয়ে যাওয়া হবে ইটগুলি। তার পর শুরু হবে মসজিদ নির্মাণ। মসজিদ মহম্মদ বিন আবদুল্লাহ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও ইন্দো-ইসলামিক কালচার ফাউন্ডেশনের সদস্য হাজি আরাফাত শেখের বাড়িতেই আপাতত ইটগুলি রাখা হয়েছে। জানা গিয়েছে, ইটগুলি জমজম ও মদিনায় আতর দিয়ে ধোয়া হয়েছে। মহম্মদ বিন আবদুল্লা মসজিদে ইসলামের পাঁচ স্তম্ভের প্রতিনিধিত্বকারী পাঁচটি মিনার থাকবে। সেগুলি হল কলমা, নমাজ, হজ, জাকাত ও রোজা।