কোভিড পর্বের সময় থেকেই ‘আত্মনির্ভর ভারত’-এর স্লোগান দেওয়া শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পর ক্রমে সেই স্লোগানকে ২০২৪-এর লক্ষ্যে ভোটের স্লোগানে পরিণত করেছে বিজেপি। বৃহস্পতিবার রাজ্য বাজেটের পর তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন ‘আত্মনির্ভর ভারত’-এর পাল্টা শব্দবন্ধ হাজির করতে চাইলেন— ‘স্বনির্ভর বাংলা’।
অভিষেক এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, ‘আমাদের মা-বোন এবং গরিব মানুষের হাত শক্ত করে আমরা স্বনির্ভর বাংলার দিকে অগ্রসর হচ্ছি।’ বৃহস্পতিবারই রাজ্য বাজেটে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধি করার কথা ঘোষণা করা হয়েছে। এখন সাধারণ শ্রেণির মহিলারা এই প্রকল্পে মাসে ৫০০ টাকা পান। অনগ্রসর শ্রেণির মহিলারা পান মাসে এক হাজার টাকা। বাজেটের ঘোষণা অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে সাধারণ শ্রেণিভুক্ত মহিলারা পাবেন মাসে এক হাজার টাকা এবং অনগ্রসর শ্রেণির মহিলারা পাবেন মাসে ১২০০ টাকা।
পাশাপাশি, ‘কর্মশ্রী’ নামে নতুন একটি প্রকল্পও ঘোষণা করা হয়েছে বাজেটে। যে প্রকল্পে জব কার্ড থাকা শ্রমিকেরা বছরে ৫০ দিন কাজ পাবেন। বস্তুত, কেন্দ্রের ১০০ দিনের কাজের প্রকল্প বাংলায় বন্ধ রয়েছে। তৃণমূলের অভিযোগ, বঞ্চনা করে নরেন্দ্র মোদী সরকার বাংলার শ্রমিকদের টাকা আটকে রেখেছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কেন্দ্র টাকা না দিলেও ১০০ দিনের কাজ প্রকল্পের ২১ লক্ষ শ্রমিকের বকেয়া মজুরি ২১ ফেব্রুয়ারি রাজ্য সরকার মিটিয়ে দেবে। অভিষেক এক্স পোস্টে লিখেছেন, ‘ডাবল ইঞ্জিন সরকারের চেয়ে বাংলার সিঙ্গল ইঞ্জিন সরকার বেশি ক্ষমতাশালী।’