এবার রাজ্য বাজেটে দানপত্রের স্ট্যাম্প ডিউটিতে ছাড় নিয়ে বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জমি ও সম্পত্তির পরিবারের দানপত্রে রেজিস্ট্রেশনের জন্য আগে ০.৫ শতাংশ স্ট্যাম্প ডিউটি দিতে হত। তবে এবার থেকে সেই স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে ব্যাপক ছাড় দেওয়া হল রাজ্য বাজেটে। সেক্ষেত্রে সর্বোচ্চ হাজার টাকা দিলেই হবে। অর্থাৎ ফ্ল্যাট, জমি বা বাড়ির যত মূল্যই হোক না কেন সর্বোচ্চ হাজার টাকা দিলে রেজিস্ট্রেশন হবে। এই ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই লাভবান হবেন সাধারণ মানুষ।
প্রসঙ্গত, এতদিন যে হারে স্টাম্প ডিউটি ছিল সেই হারে দেখতে গেলে যদি কোনও বাড়ি বা সম্পত্তির মূল্য ৬০ লক্ষ টাকা হয় তাহলে সে ক্ষেত্রে স্টাম্প ডিউটি বাবদ করের পরিমাণ হয়ে দাঁড়াচ্ছিল ৩০০০০ টাকা। তবে এই ছাড় ঘোষণার পরে শুধুমাত্র হাজার টাকা দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। অর্থাৎ সে ক্ষেত্রে দেখতে গেলে এত পরিমাণ সম্পত্তিতে প্রায় ২৯ হাজার টাকা সাশ্রয় হচ্ছে জনতার। শুধু দানপত্রে ছাড়ের কথাই নয়, লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড দেওয়ার নীতি ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে।
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেটে জানান, সব রকমের সরকারি বিভাগ, সরকারি সংস্থা, পুরসভা, পঞ্চায়েত সবক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হবে। এরফলে স্বাভাবিকভাবে সুবিধা হবে জমি প্রাপকদের। ফ্রি হোল্ড অর্থাৎ জমিকে সম্পূর্ণ মালিকাধীন করা হবে। সেক্ষেত্রে যাতে জমি প্রাপকদের সুবিধা হয় এবং স্বচ্ছতা থাকে তার জন্য পোর্টাল চালু করা হবে। কীভাবে লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড করা হবে সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বাজেটে। সেক্ষেত্রে সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণে অর্থ দিলে লিজ হোল্ড জমিকে ফ্রি হোল্ড জমি করা হবে।