এবার রাজ্যের দারিদ্রসীমার নীচে বসবাস করা পরিবারকে ‘ধোঁয়াহীন উনুন’ দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেটে এমনই বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জানা গিয়েছে, বাংলার প্রায় এক কোটি পরিবারকে দেওয়া হবে এই বিশেষ উনুন।
প্রসঙ্গত, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাই রাজ্য বাজেটে বাংলার এক কোটি পরিবারকে বিনামূল্যে দেওয়া হবে এই বিশেষ উনুন। জানা গিয়েছে, ব্লক ভিত্তিক রিপোর্ট নেওয়া হবে। তারপরেই সিদ্ধান্ত হবে কাদের যোগ্য মনে করা হচ্ছে এই প্রকল্পের আওত্তায়। রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানি জানিয়েছেন, ‘সকলের ক্ষমতা নেই বেশি দাম নিয়ে গ্যাস কেনার। প্রধানমন্ত্রী গ্যাসের দাম হয়ত ভোটের আগে কমাবে। তারপর আবার বাড়িয়ে দেবে। আমরা তাই এটা করছি।’