এবারের রাজ্য বাজেটে হোটেল-রেস্তরাঁর মালিকদেরকেও স্বস্তি দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বকেয়া লাক্সারি কর মেটাতে ‘সেটেলমেন্ট অফ ডিসপিউট’ স্কিম চালু করছে তারা। যেখানে শুধুমাত্র বকেয়া লাক্সারি কর নেওয়া হবে। তার ওপর জরিমানা বা সুদ নেওয়া হবে না।
এর ফলে প্রায় ৫ হাজার হোটেল-রেস্তরাঁ মালিক উপকৃত হবেন বলে মনে করছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কর ছাড় দেওয়া হয়েছে জমির দানপত্রের ক্ষেত্রেও। বর্তমান আইন অনুযায়ী, পরিবারের সদস্যদের মধ্যে দানপত্রে রেজিস্ট্রেশনে সম্পত্তির মূল্যের উপর ০.৫ শতাংশ হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। এ ধরনের দানপত্রে এই স্ট্যাম্প ডিউটির পরিমাণ সর্বোচ্চ ১ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে রাজ্য সরকারের এই ঘোষণায় উপকৃত হবে হোটেল, রেস্তরাঁ ব্যবসায়ীরা। লাভ পাবেন জমি-বাড়ির মালিকরাও।
