কেন্দ্রের লাখপতি দিদির মতো রাজ্যে চালু অন্য প্রকল্প। মেয়েদের পাশাপাশি ছেলেরাও সুবিধা পাবেন এই প্রকল্পে। কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ পাবেন, সঙ্গে মিলবে আর্থিক সুবিধাও।
আজ, ৮ ফেব্রুয়ারি, বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কর্মসংস্থানে যুবক যুবতীদের আর্থিক সাহায্য দিতে কর্মশ্রী প্রকল্পের পাশাপাশি আরও একটি নতুন প্রকল্প চালু করার কথা জানালেন তিনি। ওই প্রকল্পের নাম অ্যাপ্রেন্টিস প্রকল্পে। এই নতুন প্রকল্পের বিষয়ে কথা বলতে গিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ‘এই প্রকল্পে প্রতি বছর ১ লক্ষ যুবক-যুবতী উপকৃত হবেন। এই খাতে আমি ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।’
অ্যাপ্রেন্টিস প্রকল্পের অধীনে বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের সুবিধা মিলবে। যে যুবক-যুবতীরা এই প্রকল্পের আওতায় ট্রেনিং নেবেন, তাঁদের মাসে ১,৫০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতি বছর কমপক্ষে ১ লাখ যুবক-যুবতী লাভবান হবেন।
উল্লেখ্য, এদিন বাজেট অধিবেশনে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অ্যাপ্রেন্টিস প্রকল্পের সুবিধা সম্পর্কে আরও জানিয়েছেন, ‘এই প্রকল্পে রাজ্য সরকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে Vocational Training Centre (ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা ছাত্রছাত্রীদের, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI) এবং Polytechnic (পলিটেকনিক) থেকে পাশ করা এবং যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত বয়সি যুবক-যুবতীদের বিভিন্ন শিল্পক্ষেত্রে প্রশিক্ষণে সহায়তা দেবে। বিভিন্ন শিল্প সংস্থাতে এইসব ট্রেনিদের প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক ১,৫০০ টাকা থেকে ২,৫০০ টাকা পর্যন্ত Stipend (স্টাইপেন্ড) দেওয়া হবে।’