আগামী অর্থবর্ষে রাজ্যে আরও ১২ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ করবে রাজ্য। বৃহস্পতিবার বাজেটে একথা জানান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এজন্য রাজ্যের ব্যয় হবে প্রায় ৩ হাজার ৮৬৮ কোটি টাকা। গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নেই রাজ্যের এই উদ্যোগ বলে মন্ত্রী জানান।
এর আগে পথশ্রী-১ এবং পথশ্রী-২ প্রকল্পে রাজ্য সরকার ৬ হাজার ৪৪৮ কোটি টাকা ব্যয়ে ২৬ হাজার ৪৮৭ কিলোমিটার রাস্তা নির্মাণ এবং সংস্কার করেছে। আগামী অর্থবর্ষ থেকে পথশ্রী-৩ প্রকল্প চালু করতে চলেছে রাজ্য। ওই প্রকল্পেই এই ১২হাজার কিমি রাস্তা তৈরি হবে।
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘মনরেগা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাএবং জাতীয় স্বাস্থ্য মিশন-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রের থেকে রাজ্যের বকেয়ার পরিমাণ ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা। কেন্দ্র টাকা দিচ্ছে না। তবু পরিকাঠামো উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখতেই রাজ্যের এই উদ্যোগ’।