ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে জিতে সমতা ফিরিয়েছে ভারত। এর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও একলাফে অনেকখানি উঠে এল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ হেরে পাঁচ নম্বরে নেমে গিয়েছিল ভারত। কিন্তু পরের ম্যাচেই ফের দ্বিতীয় স্থানে উঠে এল তারা। পরপর দুটো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ট্রফি আসেনি ভারতের ঘরে। তৃতীয়বার ফাইনালে উঠে খেতাব জিততে মরিয়া মেন ইন ব্লু। তবে অভিযানের শুরুটা একেবারেই মনের মতো হয়নি ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভেস্তে যায় দ্বিতীয় টেস্ট। দক্ষিণ আফ্রিকার মাটিতেও একটি টেস্টে হারতে হয় ভারতকে।
প্রসঙ্গত, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ খেলে পয়েন্ট তালিকায় অনেকখানি উন্নতি করবে ভারত, এমনটাই আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু প্রথম টেস্ট হেরে তালিকায় পাঁচ নম্বরে নেমে গিয়েছিল ভারত। প্রবল চাপে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় টেস্ট জিতে নেয় তারা। ফলে আপাতত ভারতের সংগ্রহে ৩৮ পয়েন্ট। সব মিলিয়ে ৫২.৭৭ শতাংশ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে হয়েছে টিম ইন্ডিয়া। তালিকায় সকলের উপরে রয়েছে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অস্ট্রেলিয়া। তবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান খুব বেশিদিন ধরে রাখতে পারবে না ভারত। কারণ ভারতের কাছাকাছি পয়েন্ট শতাংশ রয়েছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার। দুদলের সংগ্রহেই ৫০ শতাংশ পয়েন্ট। আপাতত টেস্ট খেলছে দুই দল। যথেষ্ট চাপে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে এই দুই দলের মধ্যে যে জিতবে, পয়েন্ট তালিকায় ভারতকে টপকে যাবে তারা।