বাজেট অধিবেশনের শুরুতেই উত্তাল হয়ে উঠল রাজ্য বিধানসভা। মঙ্গলবার বিরোধীরা ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনার দাবিতে মুলতুবি প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা খারিজ করে দেন স্পিকার। এর পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে আসেন। হাতে পোস্টার, মুখে স্লোগান। তাঁদের বিক্ষোভের জেরে তুমুল অশান্তি বিধানসভা চত্বরে।
রাজ্যের হিসেবনিকেশ নিয়ে কেন্দ্রের পাঠানো ক্যাগ রিপোর্ট দেখে আগেই ‘ডাহা মিথ্যা’ বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমস্ত দাবি নস্যাৎ করেছেন। তা নিয়ে শাসক-বিরোধী লেগেই রয়েছে। এর মধ্যে এবার বিধানসভাতেও উঠল এই প্রসঙ্গ।
এর পর ক্যাগ রিপোর্ট নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দেয় বিজেপি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই নিয়ে আলোচনা করা যাবে না। শুভেন্দু অধিকারী অধ্যক্ষকে প্রশ্ন করেন, ‘কেন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারব না’? অধ্যক্ষ বলেন, ‘এই বিষয়টি নিয়ে এখন বিধানসভায় আলোচনার কোনও প্রয়োজন নেই’। সঙ্গে সঙ্গে বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা।