তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বদলার মনোভাব রয়েছে শুভেন্দু অধিকারী ও বিজেপির। ১০০ দিনের কাজে বকেয়া টাকা রাজ্য সরকার নিজেই দেবে। এই কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে কারণেই এবার বিজেপি উঠেপড়ে লেগেছে। তৃণমূল কংগ্রেস এমনই অভিযোগ করছে।
১০০ দিনের কাজের টাকায় বাংলায় দুর্নীতি হয়েছে। এই অভিযোগ করে আসছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিজেপি নেতৃত্ব। আজ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে। এই ঘটনা নিয়ে পাল্টা চর্চায় মাঠে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেসও।
শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছিলেন। তিনি একাধিক কেন্দ্রীয় বিজেপি নেতা, মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখান থেকে ফেরার পরেই তার গলায় ধমক চমকের সুর শোনা যাচ্ছে। আগামী দিনে বাংলায় কী হয়? তার জন্য অপেক্ষা করতে বলছেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই দেখা যাচ্ছে অভিযানে নামছে ইডি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একশো দিনের প্রকল্পে দুর্নীতির তদন্তে এই প্রথম কেন্দ্রীয় এজেন্সি মাঠে নামল।
ওটা বিষয়টিতে চক্রান্তের গন্ধ পাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা অভিযোগ করছেন, শুভেন্দু অধিকারী দিল্লি গেলেন। তার পরবদিন রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামল ইডি। কোথাও এই ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত নয় তো? রাজ্য সরকার ২১ লক্ষ বাংলার শ্রমিককে তাদের পাওনা টাকা দেবে। এই ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তারপর থেকেই শুভেন্দু অধিকারী ও বিজেপির নেতৃত্ব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বদলার মনোভাব নিচ্ছেন।