চাকরি দেওয়ার নামে ভাঁওতা দেওয়া হচ্ছে দেশের যুবসমাজকে। এবার রাষ্ট্রপতির বক্তৃতা নিয়ে ধন্যবাদজ্ঞাপক আলোচনায় ঠিক এই ভাষাতেই মোদী সরকারকে তুলোধনা করলেন রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়। পাশাপাশি, তৃণমূলের লোকসভার সাংসদ শতাব্দী রায় বলেন, এই সরকার এসে আগের রাজনৈতিক ইতিহাসকে দুষছে, সব নাম বদলে দিচ্ছে। এমন একটা সময় আসবে, যখন এমন কেউ আসবে যারা মোদী সরকারেও নাম মুছে দেবে। দেশের বেকারত্ব, মুদ্রাস্ফীতি, শিশুকন্যাদের নিরাপত্তা, কৃষক-সঙ্কট নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সুখেন্দুশেখর বলেন, ‘রাষ্ট্রপতি তাঁর বক্তৃতায় বলেছেন, গত বছর তাঁর সরকার লক্ষ লক্ষ চাকরি দিয়েছে মিশন মোড-এ। মনে করিয়ে দিতে চাই, এই সরকার ক্ষমতায় এসে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতি বছর দু’কোটি করে চাকরি দেওয়ার। সেই হিসাবে গত দশ বছরে তো ২০ কোটি মানুষের কর্মসংস্থান হওয়ার কথা। কিন্তু যখন বলা হচ্ছে লাখ লাখ, তখন প্রশ্ন হচ্ছে, কত জন বাকি থাকল চাকরি পেতে?’ এর পরেই দণ্ডসংহিতা বিল পাশের প্রসঙ্গ তুলে সরকারকে নিশানা করে তিনি জানান, ‘রাষ্ট্রপতির বক্তৃতায় বলা হয়েছে, এই বিলটিকে গোটা সংসদ সমর্থন করেছিল। এটা ঠিক তথ্য নয়।’
একই সঙ্গে বিরোধী দলগুলির ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করার ঘটনাকে হিটলারের জমানার সঙ্গে তুলনা করেছেন সুখেন্দুশেখর। জানিয়েছেন, ১৯৩৩ সালে ক্ষমতায়নের আইন সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাধিক্যে পাশ করাতে হিটলার কমিউনিস্ট পার্টির ৮১ জন সাংসদের সবাইকে ও সোশ্যাল ডেমোক্র্যাটদের ১২০ জন সাংসদের মধ্যে ২৬ জনকে গ্রেফতার করে গ্যাস চেম্বারে পাঠিয়েছিলেন। আর এই ২০২৩ সালে ভারতে ১৪৬ জনকে সাসপেন্ড করা হল, যা যে কোনও দেশের সংসদেই সর্বোচ্চ।
মোদী সরকারের যুক্তরাষ্ট্রীয় চলনকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এই সরকার এসে বলেছিল, তারা সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিশ্বাসী। এখন আর সে কথা বলে না। সমস্ত অ-বিজেপি রাজ্যগুলির নেতাদের পিছনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দেওয়া হচ্ছে। দলিত মুখ্যমন্ত্রীকেও ছাড়া হচ্ছে না।’ ‘এক দেশ এক ভোট’ নীতির তীব্র বিরোধিতা করে তাকে অসাংবিধানিক, যুক্তরাষ্ট্রের বিরোধী হিসাবে বর্ণনা করে সুখেন্দুশেখর বলেন, এই নীতি দেশকে প্রেসিডেন্ট-কেন্দ্রিক শাসনকাঠামোয় এগিয়ে দেবে।