একুশের বিধানসভা ভোটের আগে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। সেসময় কলকাতা থেকে জেলা, সর্বত্র বিজেপির হয়ে ভোটপ্রচারে গিয়ে তাঁর একের পর এক হিট সিনেমার সংলাপে মাতিয়েছিলেন প্রচার মঞ্চ। এরপর বিজেপির রাজ্য কোর কমিটিতেও রাখা হয়েছিল তাঁকে।
কিন্তু সম্প্রতি বঙ্গ বিজেপি তাদের নির্বাচনী কমিটি ঘোষণা করেছে, তাতে ঠাঁই হয়নি মিঠুন চক্রবর্তীর। এমনকী বিশেষ আমন্ত্রিতের তালিকাতেও ঠাঁই হয়নি ‘মহাগুরু’র। যা নিয়ে বিভিন্ন মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রসঙ্গত, তালিকায় সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা, জন বার্লা সকলের নামই রয়েছে। ব্রাত্য শুধু ‘ফাটাকেষ্ট’ই। সোমবার এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোনও কথা বলতে চাননি। তিনি শুধু বলেন, ‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’