এবার আসন্ন লোকসভা নির্বাচনে সোনিয়া গান্ধীকে তেলেঙ্গানা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আর্জি জানালেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। প্রসঙ্গত, সোমবার দলীয় কাজে দিল্লি এসেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত।
সেখানে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই সাক্ষাতের সময় রেবন্ত সোনিয়াকে তেলেঙ্গানা থেকে ভোটে লড়ার জন্য প্রস্তাব দিয়েছেন বলে কংগ্রেসের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোনিয়া গান্ধীকে তেলেঙ্গানার মানুষ ‘মা’ বলে সম্বোধন করেন। কংগ্রেসের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, সোনিয়া প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দিয়েছেন। সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া বলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন তিনি।