সম্প্রতিই টাঙ্গাইল শাড়ির জন্য জিআই রাইট বা জিওগ্রাফিকাল ইন্ডিকেশন রাইট বা অধিকার পেয়েছে ভারত। এবার এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। ঘোরতর আপত্তি জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, একদা বাংলাদেশ, ভারত বলে আলাদা কিছু ছিল না। ছিল না কাঁটাতারের সীমানা। ‘বাংলা’য় বাংলার টাঙ্গাইল শাড়ি বোনা হতো। সময় পেরিয়েছে। হয়েছে দেশভাগ। টাঙ্গাইল নামক জায়গাটা বাংলাদেশে রয়ে গেলেও বহু তাঁতিরা সেই সময় ওপার বাংলা ছেড়ে এপারে চলে আসেন। এখানে থাকতে এবং টাঙ্গাইল শাড়ি বুনতে শুরু করেন। এদিন তসলিমা নাসরিন এক্স যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখেন ভারতকে টাঙ্গাইল শাড়ির জিআই অধিকার দেওয়া উচিত হয়নি। “ভারত জিওগ্রাফিকাল ইন্ডিকেশন বা জিআই রাইট পেল বাংলাদেশের জনপ্রিয় টাঙ্গাইল শাড়ির জন্য”, বক্তব্য তাঁর।
পাশাপাশি, তিনি বিষয়টার বিরোধিতা করে লেখেন, “বাংলাদেশের একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক হেরিটেজ হল এই টাঙ্গাইল শাড়ি। হ্যাঁ, এটা ঠিক দেশভাগের পর অনেক তাঁতিরা ওপার বাংলা ছেড়ে এপার বাংলায় চলে এসেছেন। কিন্তু সেই জন্যই কি ভারত জিআই অধিকার পেতে পারে এই শাড়ির?” ইতিমধ্যেই এ নিয়ে সরব হয়েছে একাধিক মহল।