রাজ্যে কার্যত শেষ লগ্নে শীতের মরসুম। আজ, সোমবার ভোরের দিকে কিছুটা কুয়াশা ছিল শহরে। তবে বেলা গড়াতেই আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। এদিকে ৫ই ফেব্রুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি ওপরে। সোমবার শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস নীচে ছিল। এদিকে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা কি না স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ওপরে। গতকাল শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৩ শতাংশ, এদিকে সর্বনিম্ন পরিমাণ ছিল ৩৮ শতাংশ। সোমবার দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুরের আঞ্চলিক হাওয়া অফিস। তবে ৫ তারিখ হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। অবশ্য সোমবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া দক্ষিণবঙ্গের রাতের পারদ ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে যেতে পারে।
পাশাপাশি, উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলা, দার্জিলিং এবং কালিম্পঙে সোমবার হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর মধ্যে দার্জিলিঙে আবার বিক্ষিপ্ত ভাবে তুষারপাতেরও সম্ভাবনা আছে। এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বৃষ্টি হবে সোমবার। ৫ই ফেব্রুয়ারি উত্তরের সব জেলায় কুয়াশা থাকবে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে। এদিকে ৬ই ফেব্রুয়ারি বৃষ্টি হতে পারে শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এছাড়া মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের আবহাওয়া শুষ্কই থাকবে। এরপর ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে। এদিকে ৬ তারিখ উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে।
কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে সেদিন। আর এরপর ৭ থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুকনোই থাকবে। আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, ৬ তারিখ কলকাতার সর্বনিম্ম তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং ৭ তারিখ তা ১৯ ডিগ্রি হতে পারে। এরপর ৮ ফেব্রুয়ারি তা সামান্য কমে ফের ১৭ ডিগ্রি হতে পারে। এরপর ৯ এবং ১০ই ফেব্রুয়ারি শহরের সর্বনিম্ন তাপমাত্রা যথক্রমে ১৬ এবং ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যেতে পারে। এই ক’দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রির আশেপাশে থাকবে বলেই ইঙ্গিত দিয়েছেন আবহবিদরা।