রাজ্য থেকে বছরে প্রায় ১ লক্ষ কোটি সাধারণ মানুষের করের টাকা নিয়ে বাংলার মানুষকে সবদিক দিয়ে বঞ্চিত করছে কেন্দ্র! এবার মোদী সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।
আরামবাগের কালীপুর মাঠে আগামী ১৩ ফেব্রুয়ারি প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সকালে সেই সভার প্রস্তুতি পর্ব পরিদর্শন করতে আসেন স্নেহাশিসবাবু। সেখানেই তিনি বলেন, রাজ্য থেকে বছরে প্রায় ১ লক্ষ কোটি সাধারণ মানুষের করের টাকা নিয়ে বাংলার মানুষকে সবদিক দিয়ে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। তাঁদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, মাথার ছাদ কেড়ে নিচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ২১ লক্ষ মানুষকে তাঁদের ১০০ দিনের হকের টাকা মিটিয়ে দিচ্ছেন। মানুষ কিন্তু সব দেখছে। আগামী নির্বাচনে বাংলা-সহ দেশের মানুষ মোদী সরকারকে বিদায় জানাবে।
মন্ত্রী ছাড়াও গতকাল সভার প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে এসেছিলেন জেলা সভাপতি তথা বিধায়ক অরিন্দম গুইন, জেলাশাসক মুক্তা আর্য, তারকেশ্বরের বিধায়ক রামেন্দ্র সিংহ রায়, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পুরসভার পুরপ্রধান সমীর ভাণ্ডারি, প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী-সহ শীর্ষ পুলিশকর্তারা।