জরুরি পরিস্থিতির কারণে শেষ লগ্নে দিল্লী সফর বাতিল করলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ‘এক ভোট এক দেশ’ নিয়ে মিটিং ছিল রাজধানীতে। সেই মিটিংয়ে যোগ দিতে দিল্লী যাওয়ার কথা ছিল মমতার। কিন্তু শেষ মুহূর্তে তিনি সেই দিল্লী সফর বাতিল করে দেন। রাজ্য বাজেট আগামী ৮ই ফেব্রুয়ারি।
এদিন অত্যন্ত সংক্ষিপ্তভাবে তিনি সাংবাদিকদের জানিয়ে দেন, রাজ্য বাজেট পেশের আগে হাতে আর মাত্র ২ দিন। ৮ তারিখ রাজ্য বাজেট। এখন যাওয়া সম্ভব নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় যাবেন। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। “এমার্জেন্সি সিচুয়েশনের জন্য দিল্লী যাওয়াটা বাতিল করেছি। এক ভোট, এক দেশ কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে কয়েকবার ফোন করেছিলাম। প্রথমে কথা হয়নি। তবে এখানে আসার আগে কথা হয়েছে। বুঝিয়ে বলেছি। সুদীপ-কল্যাণ যাবে”, জানান তিনি।