এবার কোচবিহারে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সম্মেলন থেকে শ্রম কোড বাতিলের দাবি তুললেম তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, কেন্দ্রের জনবিরোধী নীতি, বাংলার প্রতি বঞ্চনা, দ্রব্যমূল্য বৃদ্ধি ও শ্রম কোড বাতিলের দাবিকে সামনে রেখে হওয়া এই সম্মেলনে মূল বক্তা ছিলেন ঋতব্রত। তিনি বলেন, শ্রম কোড বলছে মালিকের স্বার্থে ১২ ঘণ্টা কাজ করতে হবে, কোনও ওভার টাইম পাওয়া যাবে না৷ কেন্দ্রের নিয়মে শ্রমজীবী মানুষের অধিকার বঞ্চিত হচ্ছে৷ রাজ্যসভার প্রাক্তন এই সাংসদের অভিযোগ, ট্রেড ইউনিয়নের অধিকার কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার।