রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য ফের এল সুসংবাদ। অবিলম্বেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগ করা হবে। প্রোজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয়টি। পদার্থবিদ্যা (ফিজিক্স) বিভাগে নিয়োগ করা হবে। যে কোনও ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যা বিষয়ে নূন্যতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর পাস করে থাকলে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে অস্থায়ী ভিত্তিতে।
প্রসঙ্গত, প্রথমে এক বছর, পরে তিন বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। প্রার্থীর মাসিক বেতন ৩১ হাজার টাকা দেওয়া হবে। আবেদনকরী চাকরি প্রার্থীর বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিটি ৩০শে জানুয়ারি প্রকাশিত হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আবেদন করতে হবে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbssc.org.in/2024/02/job-opportunity-in-aliah-university.html – এ ভিজিট করতে পারেন চাকরিপ্রার্থীরা।