এবার কি ফরাসি ক্লাব প্যারিস সঁ জরমঁ ছাড়তে চলেছেন কিলিয়ান এমবাপে? বিশ্বফুটবলে শুরু হয়েছে এমনই জল্পনা। পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাবার সম্ভাবনা তৈরি হয়েছে ফ্রান্সের অধিনায়কের। এই খবর জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। দুরন্ত গতি, ড্রিবলিং ক্ষমতা এবং তুখোড় ফিনিশিংয়ের কারণে বিশ্বের অন্যতম প্রধান ফুটবলার হিসেবে পরিচিত এমবাপে। গত বছরেই এমবাপে পিএসজির সঙ্গে তাঁর চুক্তি পুনর্নবীকরণ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাই কোনও ট্রান্সফার ফি ছাড়াই নতুন দলে যোগ দেওয়ার সুযোগ ছিল তাঁর কাছে। এমবাপে খুব শিগগিরই রিয়াল মাদ্রিদের সঙ্গে একটি প্রাক-চুক্তি চুক্তি ঘোষণা করবেন বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, পিএসজি ৭২ মিলিয়ন ইউরো বেতন বৃদ্ধি করার প্রস্তাব দিয়েছিল এমবাপেকে। সেই প্রস্তাব তিনি নাকি প্রত্যাখ্যান করতে চলেছেন।
উল্লেখ্য, এমবাপে যদি রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নেন তবে এটি তাদের জন্য একটি বিশাল সাফল্য হবে। কারণ এটি একটি বিনামূল্যে ট্রান্সফার হবে। ২০১৮ সালের বিশ্বকাপজয়ী তারকা এর আগে ইংলিশ ক্লাব লিভারপুলে যোগদানের গুজব উড়িয়ে দিয়েছিলেন। পিএসজি-র হয়েও দুর্দান্ত খেলেছেন এমবাপে। ফ্রান্সের হয়ে ৭৫টি ম্যাচে ৪৬টি গোল করেছেন এমবাপে। এমনকি পিএসজি-র জার্সিতেও সাফল্য পেয়েছেন তারকা স্ট্রাইকার। মোট ১৬৮টি ম্যাচে ১৫৫টি গোল করেছেন তিনি।